নিজস্ব প্রতিনিধি:: ‘বাংলাদেশের টেকসই উন্নয়নে অর্থনৈতিক কৌশল পুন: নির্ধারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভা বুধবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
অনুষ্ঠানে ড. মনজুর হোসেন বলেন, সরকারি দপ্তরের সেবা ও কাজ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে টেকসই উন্নয়ন সহজ হবে। বিভিন্ন এলাকা ও খাত চিহ্নিত করে তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ উদ্দেশ্যে দেশের পাঁচটি উপজেলাকে মডেল হিসেবে নির্বাচন করা হয়। জলাবদ্ধতা ও লবণাক্ততার জন্য খুলনা ডুমুরিয়া উপজেলার একটি গ্রামকে পাইলটিং হিসেবে নির্বাচন করা হবে।
খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান সুমন দাস। সভায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের যুগ্মপ্রধান ড. এস এম যোবায়দুল কবির, মোঃ ছিদ্দিকুর রহমান, উপপ্রধান মোঃ যুবায়ের, খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. তাছলিমা আক্তার, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
এ প্রকল্পের উদ্দেশ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়নের ভীত প্রতিষ্ঠায় অগ্রাধিকার খাতসমূহ চিহ্নিত করে উন্নয়ন কৌশল পু:নির্ধারণপূর্বক স্বল্পমেয়াদী উন্নয়ন কর্ম-কৌশল প্রণয়ন এবং এসডিজি বাস্তবায়ন ত্বরান্বিতকরণ।