দাকোপ প্রতিনিধি:: বদলি জনিত কারণে দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দাকোপ প্রেসক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাবের হল রুমে ক্লাবের সভাপতি মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক জি.এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন (সংবর্ধিত) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সভাপতি শিপন ভুইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, গোবিন্দ বিশ্বাস, সহ সভাপতি স্বপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, কোষাধ্যক্ষ সম্পাদক বিধান চন্দ্র ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক জুবায়ের রহমান লিংকন, গাজী আবুল বাশার, সোহাগ আহমেদ, জি.এম আজম, রুহুল আমিন, মামুনুর রশীদ, কুমারেশ বিশ^াস, পারুল বেগম, মজনু ফকির প্রমুখ। সভা শেষে প্রধান অতিথিকে একটি ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।