বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর ঘিবা গ্রামের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (সদস্যরা)।এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।
বৃহষ্পতিবার (৪ ডিসেম্বর) ঘিবা বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ঘিবা গ্রামের পূর্ব পাড়ার একটি বরই বাগান সংলগ্ন মাঠের মধ্যে অবস্থান নেয়। রাত ১২টার দিকে কিছু চোরাকারবারীকে ভারত থেকে মাথায় করে বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদেরকে ধাওয়া দেয় বিজিবি। এ সময় চোরাকারবারীরা তাদের মাথার বস্তা ফেলে পালিয়ে ভারতের মধ্যে চলে যায়। পরে বস্তাগুলি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৪১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ঘিবা ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪১ কেজি গাঁজা উদ্ধার করেছে।আটককৃত গাঁজা মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।