পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, অসুস্থতার মধ্যেও বেগম খালেদা জিয়া দেশের কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি এখন শুধু বিএনপির নেত্রী নন, বরং পুরো দেশের মানুষের নেত্রী — যা এ পর্যন্ত আর কেউ অর্জন করতে পারেননি।
তিনি বলেন, “দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি। দেশের মানুষকে সঙ্গে নিয়ে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের আস্থা অর্জন করেছেন তিনি। বর্তমান জাতীয় সংকটকালে দেশের মানুষের জন্য ও গণতন্ত্রের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত প্রয়োজন।”
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে পাইকগাছা পৌরসভা মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মনিরুল হাসান বাপ্পী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হলেও দেশ এখনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে চলছে নানা ষড়যন্ত্র। এসব থেকে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে বেগম জিয়ার দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহ দেশের প্রয়োজনে প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এসএম ইমদাদুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—
পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা জিএম আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, শেখ বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, আবু তালেব, সরদার ফারুক আহমেদ, এডভোকেট একরামুল হক বিশ্বাস প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন—সেলিম রেজা লাকি, এসএম মোহর আলী, এডভোকেট এস্কেন্দার, মোস্তফা মোড়ল, মেছের আলী সানা, মহিলা দলের সভাপতি লক্ষী রাণী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।