বিনোদন ডেস্ক:: বাংলাদেশের চলচ্চিত্র জগতের সুপরিচিত প্রযোজক, পরিচালক ও অভিনেতা রুহুল আমিন বাবুল শনিবার বিকেল ৫টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন জটিল ক্যান্সার রোগে ভুগছিলেন।
রুহুল আমিন বাবুল দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছিলেন। তিনি শুধু প্রযোজক বা পরিচালক ছিলেন না, বরং তিনি একজন প্রতিভাবান অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা নূতন আন্টির স্বামী ছিলেন।
তার মৃত্যুতে চলচ্চিত্র জগত ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছে। তার চলে যাওয়ায় দেশের চলচ্চিত্র শিল্প একটি উজ্জ্বল ব্যক্তিত্বকে হারাল।
রুহুল আমিন বাবুলের জানাজা রোববার বাদ যোহর বসুন্ধরার ডি ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। শোকসন্তপ্ত পরিবার, শোবিজের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশগ্রহণ করবেন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চস্থানে স্থান দান করুন, তার পরিবারকে ধৈর্য সহনশীলতা প্রদান করুন, আমিন।