ডেস্ক:: হত্যাকাণ্ড রোধের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, তার হাতে এমন কোনো জাদুকরী ক্ষমতা নেই যে সুইচ টিপে মুহূর্তে সব হত্যাকাণ্ড বন্ধ করে দিতে পারবেন।
সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য সামগ্রিক প্রস্তুতি সন্তোষজনক। সংশ্লিষ্ট সব বাহিনী প্রশিক্ষণে ব্যস্ত আছে এবং জানুয়ারির মধ্যে এসব প্রশিক্ষণ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর এসব প্রস্তুতির মূল ভিত্তি হলো প্রশিক্ষণ।
তিনি আরও জানান, নির্বাচনকে আরও স্বচ্ছ করতে “বডি-ওনড ক্যামেরা” কেনা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এবার ভোট গ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, আর ভোট গণনার সময় সন্ধ্যা হয়ে যেতে পারে। যেসব এলাকায় নিয়মিত বিদ্যুৎ নেই, সেখানে বিকল্পভাবে আলো-বাতির ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
রংপুরে একজন মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে নিজ বাড়িতে হত্যা করার ঘটনার বিষয়ে তিনি বলেন, অপরাধীদের ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেভাবেই হোক তাদের আইনের আওতায় আনা হবে।
নির্বাচনের আগে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন যে, এসব ঘটনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, যদি তার কাছে কোনো ম্যাজিক থাকত, তাহলে সব ধরনের হত্যাকাণ্ড বন্ধ করে দিতেন, কিন্তু তার হাতে এমন কোনো ক্ষমতা নেই।
অন্য এক প্রশ্নে রাজনৈতিক দলগুলোর প্রচারে সমান সুযোগ নিশ্চিত করা বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে বাধা দিচ্ছে না; বরং তারা মাঠে সক্রিয় রয়েছে এবং নিরাপত্তার কাজ করে যাচ্ছে।