চিতলমারী প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষক দল দোয়া মাহফিল ও তবারক বিতরণ করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় চিতলমারী সদরের কেজি স্কুল মাঠে কৃষক দলের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাটখোলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার এ্যাড. মাসুদ রানা।
চিতলমারী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জবরুল শেখের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক বাগেরহাট জেলা কৃষক দলের আহবায়ক সৈয়দ আসাদুদৌল্লা জুয়েল ও চিতলমারী উপজেলা সেচ্চাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রুপম, সাংগঠনিক সম্পাদক শওকাত ফকির, জসিম শেখ, বেল্লাল শেখ ও জুয়েল শেখ প্রমুখ।