চিতলমারী প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাটের চিতলমারীতে দলীয় কার্যালয় উদ্বোধন করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা মোড়ে নেতৃবৃন্দরা লাল ফিতা কেটে এ কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপি’র সদস্য ও বাগেরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এফ এম শরাফাতুল ইসলাম সোহেল।
উদ্বোধনের পর চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও যুগ্ম-সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এনসিপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, চিতলমারী উপজেলা এনসিপির সদস্য ডাক্তার ফারুক মুন্সি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়বাড়িয়া ইউনিয়ন এনসিপির আহবায়ক এহিয়া ফকির, সদস্য সচিব শহীদুল ইসলাম, চিতলমারী সদর ইউনিয়ন এনসিপির আহবায়ক মোঃ শরিফুল শেখ ও সদস্য সচিব মোঃ ইকতিয়ার শেখ প্রমূখ।