মোঃ জাহিদুল ইসলাম:: মহান বিজয় দিবস উপলক্ষ্যে সরকারি খুলনা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের উদ্যোগে নানান কর্মসূচির আয়োজন করা হয়।
উদযাপন কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তব্য, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. মাইনুল আহসান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, নন-টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর নিমাই চন্দ্র সরদার ও মো. আমিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম এবং সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমী আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিভাগীয় প্রধান ও অন্যান্য বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য ও বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরেন। , ১৬ ডিসেম্বরের বিজয়গাঁথা, মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের অবদান এবং স্বাধীনতার প্রকৃত মূল্য বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন প্রধান অতিথি অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় অধ্যক্ষ। সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।