নিজস্ব প্রতিবেদক:: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের মরদেহ আগামী ২০ ডিসেম্বর ঢাকা পৌঁছাবে।
বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকার কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর বর্বরোচিত ড্রোন হামলায় কর্তব্যরত অবস্থায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শাহাদাতবরণ করেন। ওই হামলায় প্রাথমিকভাবে ৮ জন আহতের খবর পাওয়া গেলেও সর্বশেষ তথ্য অনুযায়ী আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
আহত সকল শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল-৩) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন এবং এরই মধ্যে একজন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্বশান্তি রক্ষায় নিয়োজিত এই বীর সন্তানদের অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আগামী শুক্রবার তাদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।