নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও তরুণ বিপ্লবী শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) আর নেই।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জুলাই গণঅভ্যুত্থানের এই সম্মুখসারির যোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। বিএনপি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে গণসংযোগ চলাকালে বিজয়নগর এলাকায় একটি চলন্ত মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হয়। গুলিটি তাঁর মাথায় বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয় এবং পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে আজ তিনি মৃত্যুবরণ করেন। ইতোমধ্যেই ইনকিলাব মঞ্চ ও তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।