নিজস্ব প্রতিবেদক:: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির (ওসমান হাদি) শাহাদাতের সংবাদে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে নজিরবিহীন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই রাজপথে নেমে আসেন হাজার হাজার ছাত্র-জনতা।
রাজধানীর শাহবাগ মোড়ে তাৎক্ষণিকভাবে কয়েক হাজার বিক্ষোভকারী জমায়েত হয়ে প্রতিবাদ শুরু করেন। সময় বাড়ার সাথে সাথে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ায় শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও’ এবং ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’—এমন সব স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন। আন্দোলনকারীদের দাবি, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম অগ্রসেনানী ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের বড় শহরগুলোতেও গভীর রাতে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর প্রয়াণে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও শোকের সঞ্চার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে।