নিজস্ব প্রতিবেদক:: কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার জেরে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত হয়নি শীর্ষস্থানীয় দুই দৈনিক পত্রিকা প্রথম আলো ও দ্য ডেইলি স্টার। অনাকাঙ্ক্ষিত হামলার কারণে কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় পত্রিকা দুটির অনলাইন আপডেটও প্রায় বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা নিশ্চিত করেন যে, বর্তমান পরিস্থিতিতে শুক্রবারের ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বাংলা বিভাগকেও বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা কারওয়ান বাজারে প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরবর্তীতে ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ভবন দুটির ভেতরে অনেক সংবাদকর্মী আটকা পড়েছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা এসে হামলাকারীদের সরিয়ে দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণ করে ভবনের ভেতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে উদ্ধার করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুর জেরে বিক্ষুব্ধ জনতা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।