মনির হোসেন:: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে নিখোঁজ ২ ফেরি যাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার (২১ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২০ ডিসেম্বর শনিবার রাত ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী বাজার ঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ফেরীতে অবস্থানরত একটি ট্রাক অনাকাঙ্ক্ষিত ভাবে স্টার্ট হয়ে সামনের দিকে অগ্রসর হলে ট্রাকটির সামনে থাকা ২টি অটো রিকশা (মিশুক) এবং ১টি ভ্যানসহ ট্রাকটি নদীতে পরে যায়। উক্ত দুর্ঘটনায় ২ জন নিখোঁজ হয়।
পরবর্তীতে ফেরিতে থাকা যাত্রী কোস্ট গার্ড স্টেশন পাগলাকে ঘটনাটি অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাগলা হতে ডুবুরিসহ একটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। উদ্ধারকারী দল প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টায় নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ব্যক্তিদ্বয় মোঃ মাসুদ রানা (৩০) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এবং মোঃ স্বাধীন মিয়া (৩৫) রংপুর জেলার ভুরুংগামারী থানার বাসিন্দা বলে জানা যায়।
তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত মৃতদেহ ২টি বক্তাবলী নৌ-পুলিশ ফাড়িতে হস্তান্তর করা হয়।