পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় আর্সেনিকমুক্ত নিরাপদ পানির নলকূপ স্থাপন নিশ্চিত করতে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা, মিস্ত্রি নিয়োগ ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে রবিবার ও সোমবার (২১-২২ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম।
কর্মশালার মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের সিনিয়র হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা বক্তব্য প্রদান ও কর্মশালা পরিচালনা করেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জিওবি-ইউনিসেফ প্রকল্পের হাইড্রোজিওলজিস্ট মোঃ পাভেল খান এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক জোবায়ের মাহমুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইপিআরসি’র এরিয়া ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রাজীব কুমার মন্ডল। প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় নলকূপ মিস্ত্রিদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে আর্সেনিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন, নিরাপদ পানি পরীক্ষাকরণ এবং প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।