ডেস্ক:: বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের কারণে নির্বাচন কমিশনের ওপর যে কলঙ্ক লেপন হয়েছে, তা ঘুচিয়ে দিতে বর্তমান কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, দেশের বর্তমান নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি উত্তরণে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আইনের শাসন কাকে বলে, তা এবার নির্বাচন কমিশন দেখিয়ে দিতে চায়।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ (এসপি) মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডিসি ও এসপিদের উদ্দেশে সিইসি বলেন, "খারাপ নির্বাচনের যে অপবাদ আমাদের ওপর আছে, একটি সঠিক ও সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা তা ঘুচিয়ে দিতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে, দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর এটি কেবল আইনের শাসনের কঠোর প্রয়োগের মাধ্যমেই অর্জন করা সম্ভব।
আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, আইন হবে অন্ধ এবং সবার জন্য সমান। অপরাধী যেই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। আপনারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে তবেই আমার কর্তৃত্ব কার্যকর হবে। সিস্টেমকে সচল রাখা এবং জনগণের কাছে ফলাফল পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের।
সিইসি নাসির উদ্দিন আরও বলেন, আমাদের সামনে এখন একটি বড় জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে। মাঠপর্যায়ে আপনারা যারা রাষ্ট্রযন্ত্র সচল রাখেন, এই সংকটময় সময়ে দেশকে সঠিক পথে রাখার গুরুদায়িত্ব আপনাদের ওপরই ন্যস্ত। কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেদিকে কঠোর নজর রাখতে হবে।
ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় চারজন নির্বাচন কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বক্তব্য রাখেন। সভায় দেশের সব বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি ও এসপিরা অংশগ্রহণ করেন।