পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভার ৫ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেনের ভেতরে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে থাকায় পানি নিষ্কাশনে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। ফলে জলাবদ্ধতার পাশাপাশি এডিস মশার উপদ্রব বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
এদিকে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) জনস্বার্থ বিবেচনায় পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সার্বিক দিকনির্দেশনায় উক্ত ওয়ার্ডগুলোর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বর্তমানে ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা ও আবর্জনা অপসারণের কাজ চলমান রয়েছে।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং এডিস মশার বিস্তার রোধে এ পরিষ্কার কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভার এ উদ্যোগ অব্যাহত থাকবে।