দাকোপ প্রতিনিধি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে খুলনা- ১ আসন দাকোপ- বটিয়াঘাটা বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহবান করছেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। তিনি দলীয় ঐক্যের তাগিদ দিয়ে বলেন, আমাদের মনে রাখতে হবে ধানের শীষ প্রতিক আমাদের দলের জাতীয় প্রতিক, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিক। সকল বিভেদ ভূলে আমাদের যে কোন মূল্যে ধানের শীষকে বিজয়ী করতে হবে। তিনি বলেন এ দেশে সংসদে বিসমিল্লাহির রহমানিররহিমসহ ইসলামের পক্ষে অনেক কাজ করেছে শহীদ জিয়া ও বিএনপি। একই সাথে সকল ধর্মের শান্তিপূর্নসহস্থান এবং ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে বিএনপি। পক্ষান্তরে একটি দল ধর্মেও নামে জাতিকে বিভক্তির মাধ্যমে দেশে অশান্তির বিষবাষ্প ছড়াই।
খুলনা জেলা বিএনপির নির্দেশ মোতাবেক দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি আয়োজিত জরুরি কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোমবার বিকাল তিনটায় চালনা ডাকবাংলা মোড়ে বিএনপির কার্যালয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অসিত কুমার সাহা সভাপতিত্বে ও চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ¦ আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়বুর রহমান,এস এম শামীম কবির, জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলূ। বক্তৃতা করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানা, উপজেলা ও পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, আযুব আলী কাজী,বারীক গাজী, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম হাওলাদার, কামরুজ্জামান টুকু, গাজী জাহাঙ্গীর আলম,হাফিজুর রহমান হাফিজ, বাচ্চু ফকির, এস এম গোলাম কাদের। অন্যান্যের মধ্যে করেন বিএনপি নেতা ফয়সাল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুর রউফ সরদার, শেখ সেকেন্দার আলী,বেনী মাধব বিশ্বাস, আশরাফ হোসেন গাজী,ঈসা সানা,তপন কুমার মন্ডল, শেখ রফিকুল ইসলাম, খান মনিরুল ইসলাম মনি, আব্দুর রহিম তালুকদার, হালিম হাওলাদার,রাজু হাওলাদার, শফিকুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্লা, এস এম শামীম, শাহাবুদ্দিন গাজী,তাহের শেখ, ইফতেখার কবির বাপ্পী, দেলোয়ার হোসেন,অমল গোলদার, সমীর সাহা,কৌশল্যা রায়,জান্নাতুল ফেরদৌস,পারুল বেগম, রিমা গাজী, দিপিকা মন্ডল, আমিনুল ইসলাম বুলবুল হাসমত খলিফা, জিএম রুমন, জয়দেব কুমার, শহিদুল ইসলাম প্রমুখ।