নিজস্ব প্রতিবেদক:: ভারতের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনীতির ক্ষেত্রে বাণিজ্য ও রাজনীতিকে সবসময় আলাদা করে দেখা উচিত। একটি বড় প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের টানাপড়েন কমিয়ে আনতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেও ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছেন। আমরা কোনো প্রতিবেশীর সাথেই তিক্ত সম্পর্ক চাই না।”
বাণিজ্যিক বাস্তবতার কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, ভারত থেকে পণ্য আমদানিতে খরচ অনেক কম হয়। তিনি বলেন, “ভারত থেকে চাল না এনে যদি ভিয়েতনাম থেকে আনতে হয়, তবে প্রতি কেজিতে খরচ আরও ১০ টাকা বাড়বে। তাই জাতীয় স্বার্থ ও জনভোগান্তি কমাতে অর্থনৈতিক কার্যক্রমকে সচল রাখা জরুরি।”
বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ে যে ধরনের ভারতবিরোধী বক্তব্য আসছে, সে প্রসঙ্গে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন যে এগুলো একান্তই রাজনৈতিক বিষয়। এর সাথে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখা দুই দেশের স্থিতিশীলতার জন্যই প্রয়োজনীয়।
বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।