আন্তর্জাতিক ডেস্ক:: লন্ডন থেকে হায়দরাবাদগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে বোমা হামলার হুমকির ঘটনায় কয়েক হাজার ফুট উঁচুতে মাঝ আকাশে তৈরি হয় চরম উৎকণ্ঠা।
সোমবার হিথরো বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রাক্কালে একটি বেনামি ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নিবিড় তল্লাশিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজের কাস্টমার সাপোর্ট সার্ভিসে আসা ওই ই-মেইলে গোটা বিমানটি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। খবরটি পাওয়ার পরপরই ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে। মঙ্গলবার সকালে বিমানটি হায়দরাবাদে অবতরণ করলে দ্রুত সেটিকে রানওয়ে থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। বিশেষ নিরাপত্তা প্রটোকল মেনে যাত্রী ও তাঁদের মালামাল নিখুঁতভাবে তল্লাশি করা হয়। শেষ পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু না পাওয়ায় কর্তৃপক্ষ এটিকে ‘ভুয়া হুমকি’ বা ‘হক্স’ হিসেবে নিশ্চিত করেছে।
উদ্বেগের বিষয় হলো, একই রাতে আমস্টারডাম থেকে হায়দরাবাদগামী আরও একটি ফ্লাইটেও একই ধরনের হামলার হুমকি আসে। সেই বিমানটিও নিরাপদে অবতরণ করেছে এবং তল্লাশিতে ক্ষতিকর কিছু মেলেনি।
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, একের পর এক এমন বেনামি হুমকি যাত্রীদের মাঝে ব্যাপক ভীতি তৈরি করছে। বর্তমানে হায়দরাবাদসহ ভারতের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোর নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে আধাসামরিক বাহিনী ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক কাজ করছে। এই ভুয়া ই-মেইলের উৎস খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।