আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করলেন বাংলাদেশী বংশোদ্ভূত নারী সোমা এস সাঈদ। দেশটির দীর্ঘদিনের প্রথা ভেঙে প্রথম মুসলিম হিসেবে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়ে মার্কিন বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্ট হাউসে এক জমকালো অনুষ্ঠানে তিনি এই শপথ নেন।
সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা বাইবেল ছুঁয়ে শপথ গ্রহণ করেন। সেই প্রথা ভেঙে সোমা সাঈদের এই ভিন্নধর্মী শপথ গ্রহণকে দেশটিতে ধর্মীয় বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির এক নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। এই ঐতিহাসিক মুহূর্তে আদালত কক্ষে উচ্চপদস্থ বিচারপতি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সোমা সাঈদের এই অর্জনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন প্রবাসীরা। এমন অভাবনীয় সম্মানে ভূষিত হয়ে সোমা সাঈদ নিজেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সোমা সাঈদের জন্ম বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা। পারিবারিক ঐতিহ্য মেনেই তিনি আইন পেশায় অনন্য উচ্চতায় পৌঁছেছেন।
এর আগে ২০২১ সালে তিনি কুইন্স ডিস্ট্রিক্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।