নিজস্ব প্রতিবেদক:: শুভ বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ এবং ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারীসহ সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারাই সমাজের প্রতিবিম্ব। একটি সুস্থ সমাজ বিনির্মাণ এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। জনগণের রায়ের ভিত্তিতেই পরবর্তী সংসদ সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তিনি ধর্মীয় নেতাদের জনগণকে সচেতন করার আহ্বান জানান।
খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার যে গুরুদায়িত্ব তিনি নিয়েছেন, তা সফলভাবে সম্পন্ন হবে। আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের ক্ষমা ও সেবার মহান আদর্শকে তুলে ধরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাস্টিবৃন্দ। এই অর্থ তিন ধাপে দেশের ৮০০টি চার্চের মাঝে বিতরণ করা হচ্ছে। আলোচনার শেষে প্রধান উপদেষ্টা অতিথিদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।