নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা সংসদের সামনের এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সিয়াম (২৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে হঠাৎ নিচে একটি শক্তিশালী বোমা (ককটেল) ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে মুক্তিযোদ্ধা সংসদের সামনে থাকা ওই যুবক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। কে বা কারা এই হামলার সাথে জড়িত তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এলাকাটি সাধারণত গণমাধ্যমকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত হওয়ায় ঘটনার সময় সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোমাটি ফ্লাইওভারের ওপর চলন্ত কোনো যান থেকে নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।