সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি:: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছয়ঘট্টি গ্রামে পুর্বশক্রতার জেরে সহিদুর ইসলাম নামের এক ব্যাক্তির মাছ চাষের পুকুর পারে উপর দিয়ে লাগানো তার ৩-হাজার কলাগাছ ও ১-হাজার সুপারি গাছ কেটে তার প্রায় ৫০-হাজার টাকা মুল্যের মাছের খাদ্য নিয়েযায় দুর্র্বৃত্তকারিরা। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মামলা রুজু করেছে সহিদুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন।
ঘোড়াঘাট উপজেলা ছয়ঘট্টি গ্রামের মাছ চাষি সহিদুর ইসলাম গত ২৪ বছর পুর্বে ক্রয় সুত্রে ২ একর ৯৯ শতক মাছ চাষের পুকুর ক্রয় করে শান্তিপুর্ন ভাবে ভোগ দখল করে আসছে। উক্ত পুকুর থেকে কতিপয় দুর্বৃত্তকারি তাদের জমিতে পানি সেচের কথাবলে পুকুর পারে গিয়ে পুকুরের মালিক সহিদুলের সাথে কথাকতনের একপর্যায়ে তাকে দুর্বৃত্তকারিরা বেদম মারপিট করে গুরুত্বর যখম করেন। এ ঘটনায় সহিদুলের ছেলে বাদী হয়ে ঘোড়াঘাট থানায় দুর্বৃত্তকারিদের নামে মামলা রুজু করলে তারা ক্ষিপ্ত হয়ে গতকাল রাতের অন্ধকারে তার পুকুর পারে লাগানো ৩-হাজার কলাগাছ ও ১-হাজার সুপারি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তকারিরা । এতে প্রায় তার দুই লক্ষাধীক টাকা মুল্যের ক্ষতি সাধন হয়েছে বলে এলাকাবাসি জানান।
ঘোড়াঘাট থানার ওসি সহিদুল ইসলাম তিনি জানান,ক্ষতিগ্রস্ত সহিদুল ইসলামে দেয়া মামলা তদান্ত পুর্বক ব্যাবস্থা গ্রহন করবেন এবং দুর্বৃত্তকারি যেই হোক তাকে ছার দেয়া হবেনা।