নিজস্ব প্রতিবেদক:: তীব্র কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজধানীসহ দেশের আকাশপথ। ঘন কুয়াশার কারণে রানওয়ে দৃশ্যমান না হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে ব্যর্থ হয়ে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ডাইভার্ট করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত দীর্ঘ সময় ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
এছাড়া ভোররাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে আসা বিমানের আরও একটি ফ্লাইট রানওয়ে দেখতে না পেয়ে কলকাতায় চলে যায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ফ্লাইট ডাইভার্টের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুয়াশার প্রভাবে শুধু ডাইভার্ট নয়, সিডিউল বিপর্যয়ে পড়েছে আরও বেশ কিছু ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে আসা ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা বিমানগুলো নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে অবতরণ করে। একই চিত্র দেখা গেছে এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আসা ফ্লাইটের ক্ষেত্রেও।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচলের পাশাপাশি সড়ক ও নৌ-যোগাযোগেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। কুয়াশার তীব্রতায় দৃশ্যমানতা কমে যাওয়ায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।