পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত আসামিকে শুক্রবার(২৬ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার এএসআই কামরুজ্জামান খান ও এএসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার সরলের বাড়িতে অভিযান চালিয়ে মৃত মোহনলাল এর ছেলে তাপস কুমার মিস্ত্রী(৫৫) কে গ্রেফতার করেন। আটক তাপস মিস্ত্রী সিআর-৪৩৯/২৪- মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, গ্রেফতারকৃত তাপস মিস্ত্রীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।