নিজস্ব প্রতিবেদক:: চাঁদপুরের হাইমচরে দুই লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার রাজধানীর সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ পরিদর্শন শেষে তিনি নিহতদের পরিবারপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
পরিদর্শনকালে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “নদীপথ তুলনামূলক নিরাপদ হলেও এমন দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। চালকের অসতর্কতা বা অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই প্রকৃত কারণ স্পষ্ট হবে।”
তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে মন্ত্রণালয় থেকে ৮ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত দুই লঞ্চের দায়িত্বপ্রাপ্তদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
নৌপথের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছেন উপদেষ্টা। তিনি জানান, ঘন কুয়াশার মধ্যে রাতে কোনো লঞ্চ চলাচল করতে পারবে না।
এছাড়া রাতে নোঙর করা অবস্থায় অবশ্যই লাইট ব্যবহার করতে হবে এবং এই মৌসুমে বাল্কহেডগুলো সকাল ৮টার আগে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে রুট পারমিট ও লাইসেন্স বাতিলের পাশাপাশি দায়ীদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, গতরাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর এলাকায় ‘অ্যাডভেঞ্চার-৯’ ও ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ভোলার বাসিন্দা মো. হানিফ, আ. গনি, মো. সাজু ও মোসা. রিনা নামে চারজন প্রাণ হারান।