দাকোপ প্রতিনিধি:: ২৪ এর গন আন্দোলনের নেতৃত্বের হাত ধরে আতœপ্রকাশ ঘটা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাকোপের তৃনমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো দাড় করাতে পারেনি। এর মাঝে নানা কারনে উপজেলায় দলটি আছে আলোচনা সমালোচনায়।
২০২৪ সালে তৎকালীন সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাকোপে তাদের সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ এনসিপির কেন্দ্রীয় সদস্য সচীব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ’র স্বাক্ষরে দাকোপে ২৪ সদস্যের সাংগঠনিক কমিটি ঘোষনা করা হয়। যেখানে অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম এ রশিদকে উপজেলার প্রধান সমন্বয়কারী এবং ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। তবে ঘোষিত কমিটি এখন পর্যন্ত ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে নিজেদের সাংগঠনিক কাঠামো দাড় করাতে পারেনি। এই কমিটি ঘোষনার আগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠকরা উপজেলার সরকারী বেসরকারী বিভিন্ন কর্মসূচীতে সরব উপস্থিতির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরেন। সংগঠনের জেলা নেতৃত্ব দাকোপের লাউডোপ ফেরীঘাটে যাত্রী হয়রানী এবং অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে উপজেলা জুড়ে বেশ আলোচনায় আসেন। তা ছাড়া উপজেলার ৩০ নং পোল্ডারের অধীন বটবুনিয়া এলাকায় বেড়ীবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হলে ওই বাঁধ নির্মানে তারা প্রশাসনের সাথে সার্বক্ষনিক সমন্বয় করেন। এমন কিছু কর্মকান্ডের মাধ্যমে তারা উপজেলা জুড়ে ইতিবাচক আলোচনায় আসেন। তবে এর মাঝে কয়েকটি ঘটনায় ঘোষিত কমিটির সদস্যরা এসেছেন ব্যাপক সমালোচনায়। এমনকি বিতর্কিত কর্মকান্ডের কারনে উপজেলা কমিটির সদস্য খালিদ ফয়সাল দল থেকে বহিস্কার হয়েছেন। সর্বশেষ গত ১৫ ডিসেম্বর এনসিপির উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রাহাত সরদারের বিরুদ্ধে উপজেলা খাদ্য গুদাম শ্রমিকদের পক্ষ থেকে চাঁদা দাবীর একটি অভিযোগ আনা হয়। তবে উপজেলা খাদ্য গুদামের প্রশাসনিক কর্মকর্তারা চাঁদা দাবীর অভিযোগটি সঠিক নয় দাবী করে বলেন, বিষয়টি ভূল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছিলো। রাহাত সরদার বলেন আমি সেখানে আমার ডিলারশীপের মাল পাওয়ার বিষয়ে খোঁজ নিতে গেলে আমাকে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছিল। আর দাকোপ থানার ওসি আতিকুর রহমান আতিক চাঁদা দাবীর বিষয়টি অসত্য দাবী করে বলেন, দু’পক্ষের ভূল বোঝাবুঝিতে এমনটা হয়েছিলো যে কারনে দু’পক্ষ নিজেদের মধ্যে সমাধান করে নেয়। এমন আলোচনা সমালোচনার মাঝে দাকোপ বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনে এনসিপি তাঁদের দলীয় প্রার্থী ঘোষনা করেছে। ইতিমধ্যে ঘোষিত প্রার্থী ওয়াহিদুজ্জামান দলীয় কর্মি সমর্থক নিয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন।