স্পোর্টস ডেস্ক:: আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে শুরুতেই তৈরি হয়েছে বড় বিতর্ক। ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে নাম লেখানো এই টাইগার পেসারকে মাঠে নামালে স্টেডিয়াম ভাঙচুর ও ম্যাচ পণ্ড করার হুমকি দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের ধর্মীয় নেতারা।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে এই চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে দাবি ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের। উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কলকাতা নাইট রাইডার্সকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নিউজ ১৮-এর তথ্যমতে, তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, তপস্বী যোদ্ধারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে, তবুও কোনো বাংলাদেশিকে খেলতে দেওয়া হবে না।
একই ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কলকাতাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। ভারতের ধর্মীয় নেতাদের দাবি, বাংলাদেশে সম্প্রতি ময়মনসিংহের কারখানা শ্রমিক দীপ চন্দ্র দাস ও রাজবাড়ির অমৃত মন্ডল হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলোর প্রতিবাদেই তাদের এই অবস্থান।
এদিকে মাঠের বাইরের এই অস্থিরতার পাশাপাশি মুস্তাফিজের আইপিএলে থাকা নিয়ে রয়েছে ক্রিকেটীয় অনিশ্চয়তাও। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, জাতীয় দলের প্রয়োজন এবং ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে মুস্তাফিজ কতটুকু সময় আইপিএলে থাকতে পারবেন।
অন্যদিকে, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম স্পষ্ট করেছেন, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সীমিত ওভারের সিরিজ রয়েছে। সেই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে তবেই আইপিএলে অংশ নিতে পারবেন মুস্তাফিজ। ফলে পুরো মৌসুমে তাকে পাওয়া নিয়ে কেকেআর শিবিরে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।