মনির হোসেন, মোংলা:: সুন্দরবনের নলিয়ান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই চোরা শিকারিকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।
আটক দুই শিকারি হলেন-(১) মোঃ আবু মুসা,পিতা- আজিবর মোল্লা এবং (২) মোঃ ইমরান হোসেন,পিতা-জিয়ারুল ইসলাম। এরা দুজনেই কয়রা উপজেলার বাসিন্দা।
২৭ ডিসেম্বর শনিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর শনিবার মধ্যরাত ২ টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান এর আভিযানিক দল খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।
জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।