বেনাপোল প্রতিনিধি:: যশোরের বেনাপোল ও আন্দুলিয়া সীমান্ত থেকে চোরাচালানী পণ্য জব্দ এবং নতুন মাদক উইনসেরিক্স কফ সিরাপসহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
আটককৃতরা হলো-যশোরের চৌগাছা উপজেলার ইন্দ্রোপুর গ্রামের নবীছদ্দির ছেলে শাহিন আলম (৩০) এবং একই থানা জেলার গয়ড়া গ্রামের মন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩৪)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিজিবি'র যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা,উইনসেরিক্স কফ সিরাপ (WINCEREX COUGH Syrup), শাড়ী, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২ লাখ ১২ হাজার ৬০০ টাকা।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।