ডেস্ক:: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রিয় নেত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের শীর্ষ পদটি বর্তমানে শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণ করতেই তারেক রহমানকে এই পদে আসীন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন যে, বরাবরের ঐতিহ্য অনুযায়ী এবারও সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বর্তমান নির্বাচন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন আশঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা বোধ করছে না। আমরা শুরু থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছি।
মতবিনিময় সভায় সিলেটের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।