অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: "ডক্টর শামসুল করিম বাকার,শুভ হোক তোমার জন্মবার্ষিকী,বেঁচে থেকো চির স্বরণীয় আমাদের মনি কোঠায়" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ার ধামালিয়ায় আমেরিকা প্রবাসী শিক্ষাবিদ বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর এসকে বাকার এর ৭৮তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ধামালিয়া ডক্টর এসকে বাকার শিক্ষাপল্লীর আয়োজনে ফাহারা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা,দোয়া ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসকে বাকার কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ,ডাক্তার আব্দুল আহাদ,প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায়,প্রধান শিক্ষক আরজান আলি সরদার,সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার,প্রধান শিক্ষক মোসাঃ হালিমা খাতুন,প্রধান শিক্ষক লুৎফুতন্নেচ্ছা,প্রভাষক কবির হোসেন,প্রভাষক শুভংকর মন্ডল,প্রভাষক শিউলী জাহান,প্রভাষক ফারজানা ইয়াসমিন তনু, সহ প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরী,প্রকৌশলী এস এম আবদুল্লাহ,শিক্ষক হাফিজুর রহমান,এস এম আরিফ হোসেন,ড.এসকে বাকার সংগীত একাডেমির সম্পাদক অনুদ্যুতি কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন,ডাঃ হরিদাস মন্ডল প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,শিক্ষক মাওলানা হাবিবুর রহমান,উপস্থাপনায় ছিলেন,শিক্ষক মুজিবুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমপন্ন করা হয়। সংগীত ও দলীয় নৃত্যে অংশ নেয় এসকে বাকার সংগীত একাডেমির শিল্পী ঝিলিক, পায়েল,পৃথা, তুলি ও তাথৈও।