ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখন পর্যন্ত খুবই ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে এবং সুন্দর নির্বাচনী পরিবেশ বিরাজ করছে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত দৃশ্যমান এমন কিছু ঘটেনি যাতে বলা যায় যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দু-একজন এই বিষয়ে কথা বললেও বাস্তবে ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। দেশের বর্তমান নির্বাচনী আমেজকে ইতিবাচক উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাজারে হামলার ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ হিসেবে অভিহিত করে প্রেস সচিব বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশ সকল ধর্ম ও বর্ণের মানুষের। অথচ কোনো কোনো পক্ষ বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন আগের চেয়ে অনেক বেশি। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে।
এর আগে সকালে প্রেস সচিব শফিকুল আলম নগরীর জুবলী রোডের ঐতিহাসিক বুড়া পীরের মাজার এবং থানা ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.) এর মাজার পরিদর্শন করেন। মাজার জিয়ারত শেষে তিনি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং নিরাপত্তার খোঁজখবর নেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর ময়মনসিংহ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে আরও একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।