আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাতের এই ভয়াবহ ঘটনায় ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংবাদমাধ্যম এনবিসি নিউজের সহযোগী প্রতিষ্ঠান ডব্লিউটিভিএ-এর প্রতিবেদন অনুযায়ী, কাউন্টির তিনটি ভিন্ন স্থানে এই গুলির ঘটনা ঘটে। এতে ছয়জন প্রাণ হারান। তবে আটককৃত ব্যক্তির পরিচয় বা এই হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, ‘বর্তমানে আমাদের সম্প্রদায়ের জন্য আর কোনো হুমকি নেই।’ তবে শেরিফের পোস্টে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলেও স্থানীয় গণমাধ্যমগুলো ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
শেরিফ স্কট আরও লিখেছেন, আমি অনুরোধ করছি, এই নৃশংস ঘটনার শিকার ব্যক্তি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের জন্য সবাই প্রার্থনা করবেন।
উল্লেখ্য, মিসিসিপির উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত ক্লে কাউন্টি একটি ছোট জনপদ, যার জনসংখ্যা প্রায় ২০ হাজার। আকস্মিক এই গোলাগুলির ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।