ডেস্ক:: সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। এবারই প্রথমবারের মতো তারেক রহমান সরাসরি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বগুড়া-৬ (সদর) আসনের পাশাপাশি রাজধানী ঢাকার ভিভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা-১৭ থেকেও ধানের শীষ প্রতীকে লড়াই করবেন।
ঢাকা-১৭ আসনটি গুলশান, বনানী, বারিধারা, মহাখালী ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। তারেক রহমান এই আসনে প্রার্থী হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পর থেকেই আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরণের নির্বাচনী প্রচারণা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির স্থায়ী কমিটির সিদ্ধান্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করার বিষয়টি বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যেরই অংশ।