নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান ও কর নির্ধারক খান সোলায়মান হোসেন-এর বিদায় সংবর্ধনা সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কেসিসি’র রাজস্ব বিভাগ কর্তৃক আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি উভয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
কেসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী সহকর্মীদের দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদার, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান ও মো: দেলোয়ার হোসেন, কালেক্টর অব ট্যাক্সেস কাজী মো: ইমরুল হাসান, কর নির্ধারক মো: নাজমুল হক মুকুল, উপসহকারী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান মিঠু, সহকারী কঞ্জারভেন্সী অফিসার মো: আব্দুর রকীব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম। কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।