
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ন্যায্যতা বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক পৌর কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
সেমিনারে দলিত নারী, কিশোরী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও করণীয় শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর ক্ষমতায়ন, জেন্ডার ন্যায্যতা নিশ্চিতকরণ এবং সামাজিক সংহতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, চাঁদখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ সরদার, ও রাড়ুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিত্রাণের প্রকল্প সমন্বয়কারী মৃণাল কুমার সরকার, প্রজেক্ট অফিসার মো. আলাউদ্দিন সরদার, হিসাবরক্ষক নন্দিতা, ফিল্ড ভলান্টিয়ার কাজল রেখা ও শিউলি ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, দুই বছর মেয়াদি এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক নারীদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক সংহতি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখা হবে।
Leave a Reply