দাকোপ প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোট মনোনীত প্রার্থী সুনীল শুভ রায় দাকোপ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।
বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় খুলনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সুনীল শুভ রায় সম্মিলিত জাতীয় জোটের প্রার্থী হওয়ার প্রেক্ষাপট এবং দেশের জাতীয় রাজনীতিতে তার ভূমিকা ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে আমি ১২ দফার একটি ইশতেহার প্রস্তুত করেছি। ইসির বিধান মেনে আনুষ্ঠানিক প্রচারনা শুরু হলে আমি সেটা দাকোপ বটিয়াঘাটা বাসীর সামনে উপস্থাপন করবো। তিনি বলেন আমি নির্বাচীত হলে যোগাযাগ ব্যবস্থার উন্নয়ন সুপেয় পানিয় জলের ব্যবস্থাসহ পরিকল্পিত উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় পারস্পারিক সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে ঘুষ দূর্ণীতি ও চাঁদাবাজি দূর করে সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ হিসাবে এ অঞ্চলকে গড়ে তুলবো। এ সময় তার সাথে বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি (রওশন) সভাপতি মোতওয়ালী শেখ, জাতীয় হিন্দুলীগ বটিয়াঘাটার আহবায়ক প্রীতিষ কুমার মন্ডল, গনমাধ্যম ব্যক্তিত্ব স্বপন চৌধুরী, বটিয়াঘাটা উপজেলা জাপা (রওশন) এর নেতা মিজানুর রহমান এলাহী, শহিদুল গাজী, মোঃ শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, মানষ সরকার ও আবির শিকদার উপস্থিত ছিলেন। মত বিনিময় শেষে তিনি চালনা বাজারে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।