1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে সর্বকালের সর্বোচ্চ দামে সোনা ও রুপা বাংলাদেশের তিন দিকে পরিত্যক্ত ৫টি বিমানঘাঁটি চালু করছে ভারত সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা রক্তের দাগ ও নির্যাতনের চেয়ার: জুলাই জাদুঘরে যাচ্ছে অভ্যুত্থানের জীবন্ত স্মারক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে তীব্র বিতর্ক; পাল্টাপাল্টি অবস্থান বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে চিতলমারীতে সংবাদ সম্মেলন বিধবা যমুনার নোয়াখালীতে অপারেশন ডেভিল হান্টে দুজনকে আটক করেছে কোস্টগার্ড দাকোপ প্রেসক্লাবে এমপি প্রার্থী সুনীল শুভ’র মত বিনিময়

পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে তীব্র বিতর্ক; পাল্টাপাল্টি অবস্থান

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি ভাঙা–গড়া নিয়ে সংগঠনের ভেতরে তীব্র বিতর্ক ও প্রকাশ্য বিভাজন দেখা দিয়েছে। জেলা সাধারণ সম্পাদকের একক সিদ্ধান্তে উপজেলা কমিটি বিলুপ্ত করে প্রথমে দুই সদস্যের আহ্বায়ক কমিটি এবং পরবর্তীতে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার ঘটনায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকট হয়ে উঠেছে।

এ উপলক্ষে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কপিলমুনিতে অনুষ্ঠিত এক সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র ও সদস্য অলোক মজুমদারসহ একাধিক জেলা নেতা সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে তারা বিষয়টিতে কেন্দ্রীয় কমিটির জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

সভায় বক্তারা বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ সময়ের আগে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে কমিটি গঠন করা সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাধন ভদ্র এ সিদ্ধান্তকে ‘সাংগঠনিক অন্যায় ও গাদ্দারি’ আখ্যা দিয়ে অবিলম্বে পুরনো কমিটি বহালের দাবি জানান।
জেলা কমিটির সহ-সভাপতি চম্পক কুমার পাল বলেন, কোনো ধরনের আলোচনা বা মতামত না নিয়েই এককভাবে পাইকগাছা উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে উপজেলা পর্যায়ের কোনো কমিটি ভাঙা–গড়ার অনুমতি কেন্দ্রীয় কমিটি দেবে না।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর খুলনার শ্রী শীতলাবাড়ী পূজা মন্দিরে অনুষ্ঠিত গীতাপাঠ অনুষ্ঠান শেষে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া ও বিতর্কের সৃষ্টি হয়, যা এখনো চলমান রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাশ, পাইকগাছা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু রাম মণ্ডল, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরকার, প্রকাশ ঘোষ বিধান, সুনীল কুমার মণ্ডল, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, রামপদ পাল, সঞ্জয় কুমার প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট