
চিতলমারী প্রতিনিধি:: ‘আওয়ামী লীগের দোসর এই গৌতম সরকার বিগত দিনে অন্যায় ভাবে প্রভাব বিস্তার করেছে। এখনও সেই রকম প্রভাব বিস্তার করে আমার বসত ভিটা গ্রাস করতে চাচ্ছে। তার রাহুগ্রাস থেকে মুক্তি পেতে আজ আপনাদের দারস্থ হয়েছি। আপনাদের মাধ্যমে আমি উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।’ বুধবার (১৪ জানুয়ারী) বিকেল ৪ টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে যমুনা সরকার (৭০) নামে এক বিধবা নারী এ সব কথা বলেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে যমুনা সরকারের বড় ছেলে বাবলু সরকার জানান, প্রতিবেশী দূর্গাপুর গ্রামের অজিত সরকারের ছেলে গৌতম সরকার (৫৫) ও খোকন সরকার (৪৫) সাথে তাদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গৌতম সরকার চরবানিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক। সেই প্রভাব খাটিয়ে সে গত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বাড়ির জায়গা দখলে করে নেয়। গৌতম এখনো বিগত সরকারের আমলের মত জোর পূর্বক বিধবা যমুনা সরকারের আরও জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। জায়গা দখলে বাধা দিলে সে তাদের মারপিটসহ নানা ধরনের নির্যাতন এবং থানায়সহ বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। গৌতমের হয়রানি ও নির্যাতনে বর্তমানে বিধবা যমুনা সরকারের পরিবার দিশেহারা হয়ে পড়েছে। তাই তারা ন্যায় বিচার পেতে ও হয়রানি বন্ধের দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে এ সময় যমুনা সরকারের ছোট ছেলে সনজিৎ সরকার সনে উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গৌতম সরকার বলেন, ‘আমি আওয়ামী লীগের সমর্থক এ কথা ঠিক। কিন্তু আমি কোন পদে নেই। ওরা আমার স্ত্রী ও মেয়েকে মারধর করে। তাই আইনের আশ্রয় নিয়ে থাকি।’
Leave a Reply