নিজস্ব প্রতিনিধি:: ১৮তম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের সদস্য এবং তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মুন্সী জালাল উদ্দিনের মৃত্যুতে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকালে আঞ্চলিক তথ্য অফিস পিআইডি খুলনার আয়োজনে অফিসের সংবাদকক্ষে এ স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
স্মৃতিচারণে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তথ্য সার্ভিসের উন্নয়নে তার অসামান্য অবদান ভোলার নয়। আইনসহ সকল ক্ষেত্রে মুন্সী জালাল উদ্দিন একজন দক্ষ কর্মকর্তা ছিলেন।
স্মৃতিচারণ করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান, তথ্য অফিসার শারমিন আক্তার রুমা, সহকারী তথ্য অফিসার মো: রমজান আলী, ফাতেমা তুজ জোহরাসহ কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০২৬ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুন্সী জালাল উদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।