মোঃ জাহিদুল ইসলাম :: মানুষের পাশে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার গড়ইখালী মোমেন শাহী ইনস্টিটিউট স্কুল মাঠে ব্র্যাকের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩৩০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (মাইক্রো ফাইন্যান্স—দাবি কর্মসূচি), সুমিত কুমার বসু, আঞ্চলিক ব্যবস্থাপক এবং মো: শামছুর রহমান, প্রধান শিক্ষক, মোমেন শাহী ইনস্টিটিউট, গড়ইখালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, খুলনা।
এছাড়াও উপস্থিত ছিলেন কমলেশ কুমার মন্ডল, এরিয়া ম্যানেজার (মাইক্রো ফাইন্যান্স), শিলাদিত্য, উপজেলা ম্যানেজার (অর্থ ও হিসাব), মোহাম্মদ মতিনুর রহমান, শাখা ব্যবস্থাপক এবং মোহাম্মদ নওশের ইসলাম, শাখা ব্যবস্থাপক, গড়ইখালী ব্রাঞ্চ, পাইকগাছা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক বিশ্বাস করে মানুষের পাশে দাঁড়ানো শুধু সহায়তা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীতজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ফুলতলা উপজেলায় মোট ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।