ডেস্ক:: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ দেড় ঘণ্টার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি সপরিবারে যমুনা থেকে তাঁর বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বহনকারী গাড়িটি প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে। এই উচ্চপর্যায়ের বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
দিনের শুরু থেকেই এই বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ছিল। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য নিজ বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশে যাত্রা করেন তিনি।
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে এই দুই নেতার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই বৈঠকেই আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। আজকের এই দেড় ঘণ্টার বৈঠকে সেই নির্বাচনের রূপরেখা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।