নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, নির্বাচনকে মহা অগ্রাধিকার দিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের দাপ্তরিক কাজের সাথে মিলিয়ে গণভোটের প্রচার চালিয়ে যেতে হবে। তিনি জেলখানায় বন্দিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, দৈনন্দিন খেলাধুলা, বইপড়া ও বিনোদনের ব্যবস্থা করতে বলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান সভায় জানান, স্বাস্থ্য বিভাগের নিদের্শনা মোতাবেক ডাক্তারগণ রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে সচেতন করছে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি জানান, জুম্মার দিনে সকল মসজিদে ইমামগণ খুতবায় গণভোট সম্পর্কে মুসল্লীদের সচেতন করছেন এবং নামাজ শেষে লিফলেট বিতরণ করছেন।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আক্তার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।