বেনাপোল প্রতিনিধি:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়ার ৯ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে বড় আঁচড়া গ্রামের মাঠ পাড়ায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ দোয়া ও মাগফিরাতের আয়োজন করেন।
অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর ৮৫ শার্শা ১ এর জাতীয়তাবাদী সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ।
এছাড়া বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন সহ অন্যরা বক্তব্য রাখেন।