নিজস্ব প্রতিনিধি:: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশের জনগণ স্বত:স্ফূর্তভাবে ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছেন। বিগত নির্বাচনগুলোতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। প্রতিটি নাগরিক যেন ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারে এজন্য সরকার কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা আজ (সোমবার) দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী হচ্ছে তরুণ এবং অর্ধেকের অধিক বা ৫২ শতাংশ হলো নারী। এই তরুণ সমাজের স্বপ্ন ছাড়া গণতান্ত্রিকধারাকে ফিরিয়ে আনতে পারবো না। ৫২ শতাংশ নারীকে যারা মনে করেন উপেক্ষা করে, অবজ্ঞা করে ও পাশে ফেলে দিয়ে এগিয়ে যাবেন তারা বড় ভুল করবেন। বাংলাদেশ আজ সেখানে দাঁড়িয়ে নেই। ২০২৪ এ গণআন্দোলনে ছেলেদের পাশাপাশি হাজার হাজার মেয়েরা প্রথম সারিতে দাঁড়িয়ে ছিলো। পুরুষদের পাশাপাশি নারীরা বার বার দেশটাকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, সময় এসেছে তরুণদের স্বপ্নে দেশটা গড়া। আমরা স্বপ্ন দেখিনা, স্বপ্ন দেখে তরুণরা। তরুণদের নেতৃত্ব দিতে হবে, আমরা তাদের অনুসরণ করবো। উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়তে সকলকে গণভোটে ‘হ্যা’ ভোট প্রদানের আহবান জানান।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ বক্তৃতা করেন। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের মক ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন।
বিকালে উপদেষ্টা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করেন।