ডেস্ক:: ঢাকায় একটি স্থায়ী আবাসনের জন্য ইনকিলাব মঞ্চের প্রয়াত আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অর্থ দিয়ে ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা হবে।
মঙ্গলবার র্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে উত্থাপিত এই প্রস্তাবের অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই অনুদানের অর্থে কেনা ফ্ল্যাটটিতে শহীদের স্ত্রী ও সন্তানরা বসবাস করবেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শহীদের পরিবারের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান বিন হাদি। গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় তাকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয়ভাবে তাঁর পরিবারের দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেছিলেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোকও পালিত হয়।
পরিবারকে অন্যান্য সহযোগিতা এর আগে গত ১৫ জানুয়ারি শহীদ শরিফ ওসমানের ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে তিন বছরের জন্য দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এদিকে, এই হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।