পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অখিল চন্দ্র সরকার এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইমরুল কায়েস। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল।