নিজস্ব প্রতিনিধি:: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র আয়োজিত ‘গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার’ শীর্ষক কমিউনিটি ব্রডকাস্ট আজ (বুধবার) নগরির শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের সামনে দুইটি অনুষঙ্গ উপস্থিত হয়েছে। একটি হলো জাতীয় সংসদ নির্বাচন অপরটি গণভোট। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সকলে পরিচিত কিন্তু গণভোট সম্পর্কে পরিচিত না। কারণ গণভোট সবসময় হয় না। গণভোটে দুইটি অপশন থাকে হ্যাঁ ও না। আপনারা হ্যাঁ অপশন বেছে নিবেন। তিনি বলেন, প্রত্যেক ভোটারের ভোট দেওয়া সাংবিধানিক অধিকার। গত ১৬ বছর দেশ, গণতন্ত্র, জনগণ ও আইনের শাসন কি অবস্থায় ছিলো তা পর্যালোচনা করে ৩৬ পাতার ঐতিহাসিক জুলাই সনদ রচনা করা হয়। জুলাই সনদের একটি সংক্ষিপ্ত রূপ গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো পয়েন্ট আকারে উল্লেখ করা আছে। আপনারা হ্যাঁ বা না ভোট দিবেন। দেশের চাবি আপনার হাতে। আপনি ‘না’ অপশনে যান তাহলে কিছুই পাবেন না, আর যদি হ্যাঁ ভোটের অপশনে যান তা হলে সবকিছু পাবেন। দেশকে উন্নয়ন, গণতন্ত্রের অগ্রযাত্রায় সামনে এগিয়ে নিয়ে যেতে হলে হ্যাঁ ভোটের অপশনে যেতে হবে।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোঃ শামীম হেসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মোহম্মদ রাশিদুল ইসলাম খান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: মনিরুজ্জামান ও অতিক্তি পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন খুলনা বেতারের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম।
অনুষ্ঠানটি মধ্যম তরঙ্গ ৫৫৮ কিলোহার্জ ও এফ এম ৮৮.৮ মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার অ্যাপে প্রচারিত হয়।